কোয়ারেন্টাইনে ৪৭ ছাগল-ভেড়া!

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪৭টি ছাগল ও ভেড়াকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে অবশ্য ওই ছাগল ও ভেড়াগুলোকে দেখাশোনা করা রাখালের শরীরেও করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েছে। ভারতের কর্নাটকের টুমাকুরু জেলার গোড়েকেড়ে গ্রামে এ পশুগুলোকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (০১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, ওই ছাগল ও ভেড়াগুলোর শ্বাসকষ্ট হচ্ছে এমন সন্দেহ থেকে স্থানীয়রা পশুপালন দফতরের কর্মকর্তাদের বিষয়টি জানান। তারা সন্দেহ প্রকাশ করেন ওই ছাগল ও ভেড়াগুলো করোনায় সংক্রমিত হয়েছেন। এরপর তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

অবশ্য যেই রাখাল ওই পশুগুলো দেখাশোনা করতেন সেই রাখালেরও করোনাভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেয়।

আপনি আরও পড়তে পারেন