বাকি জীবন গাড়িতেই কাটাবেন নিশো-মেহজাবিন!

ঢাকা শহরে বাড়িওয়ালাদের প্রতি ভাড়াটিয়াদের অভিযোগের কোনো কমতি নেই। এসব মেনে নিয়ে জীবনের অসীম সমুদ্রে পাড়ি দিচ্ছে রাজধানীর মানুষ।  তবে ব্যতিক্রম পাওয়া গেল গেল একজনকে। অভিনেতা আফরান নিশো। তিনি বাকি জীবনটা কাটিয়ে দেবেন নিজের গাড়িতে! যেখানে তার নিত্যপ্রয়োজনীয় সব জিনিস তোলা থাকবে। পোহাতে হবে না বাসাভাড়া করার জটিলতা। সঙ্গে থাকবেন মেহজাবিন চৌধুরী। এমনই এক গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘একাই ১০০’। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

নির্মাতা বলেন, ‘শহরের ভাড়াটিয়া বনাম বাড়িওয়ালার মধ্যে নানা ঘটনা নিয়ে নাটকটির গল্প তৈরি হয়েছে। যেমন রাত ১১টার পর গেট বন্ধ। এসব বিষয়ে বিরক্ত একজন পুরুষের বাসা ছেড়ে দেওয়ার গল্প এটি। দুদিন আগেই নাটকটির কাজ শেষ করেছি।

আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এই ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় শৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ তার গাড়িতে সব থাকলেও টয়লেট নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।

নাটকটি প্রচার হবে আগামী ৩ আগস্ট দীপ্ত টিভির পর্দায়। এছাড়াও একই দিনে এটি প্রকাশ করা হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

 

 

আপনি আরও পড়তে পারেন