মেঘুলা পশুর হাট উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান।

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ
মেঘুলা পশুর হাট উদ্বোধন করলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। সোমবার উপজেলার নারিশা ইউনিয়নের শেরে বাংলা মাঠে প্রতি বছরের ন্যায় এবারও স্থায়ী পশুর হাট বসানো হয়েছে।
উদ্বোধনকালে প্রধান অতিথি মো.আলমগীর হোসেন বলেন,পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে হাট পরিচালনা করতে হবে। কোন বাচ্চা শিশু, বৃদ্ধা হাটে প্রবেশ করতে পারবে না।পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা, প্রবেশ ও বাহিরের আলাদাভাবে রাস্তা করতে হবে। মাক্সবিহীন কেহ পশুর হাটে চলাফেরা করতে পারবে না। সাবর্ক্ষনিক পশু চিকিৎসক নিয়োজিত করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,  সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু,সাধারন-সম্পাদক মোক্তার হোসেন,আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক জয়নাল আবেদীন,সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন