স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিসহ ৫ জনকে দুদকে তলব

মাস্ক ও রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদসহ পাঁচজনকে তলব করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)।

আগামী ১২ ও ১৩ আগস্ট দুদিন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথমে এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতির বিষয়টি আলোচনায় আসে।

এন-৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ করা হয়েছিলো। রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষার জন্য যারা অনুমতি দিয়েছেন, যারা স্বাক্ষর করেছেন, যাকেই দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক।

গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন সাবেক ডিজি আবুল কালাম আজাদ।

এরপর ২৩ জুলাই তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আপনি আরও পড়তে পারেন