বিশ্বের সবচেয়ে দামি মাস্ক

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অচল পুরো পৃথিবী। করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক বড় ভূমিকা রাখে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে। সম্প্রতি ভারতের এক স্বর্ণের ব্যবসায়ী নিজের জন্যে সোনার মাস্ক তৈরি করেছে। সেই পথে হাঁটলেন ইসরাইলের জুয়েলারি ব্যবসায়ীরা।

দেশটির গণমাধ্যম হারেৎয ডট কম জানায়, ইসরায়েলের একটি গহনা প্রস্তুতকারী সংস্থা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাস্ক তৈরি করেছে। প্রায় দেড় মিলিয়ন ডলারের মূল্যের এই মাস্ক সোনা, হীরা দ্বারা সজ্জিত।

মাস্কটির ডিজাইনার এবং ওই সংস্থার মালিক আইজক লেভি জানান, ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি এই মাস্কে ৩ হাজার ৬শ’ সাদা এবং কালো হীরা দিয়ে সজ্জিত থাকবে। সেই সঙ্গে ক্রেতার অনুরোধে এন-নাইন্টিন ফিল্টার লাগানো হবে বলেও জানিয়েছেন তিনি।

লেভি আরও জানান, এই মাস্কের ক্রেতা তাদের কাছে দুইটি দাবি করেছেন, প্রথম দাবি এই বছরের শেষে মাস্কটি তৈরি করে তাকে দিতে হবে। আর মাস্কটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হতে হবে। ক্রেতার সর্বশেষ চাহিদাটি পূরণ করায় তাদের জন্যে সবচেয়ে সহজসাধ্য বলে জানিয়েছেন তিনি।

কে এই ব্যায়বুহল মাস্ক ক্রয় করছে তা না জানালেও তিনি চীনের একজন ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানিয়েছেন লেভি।

আপনি আরও পড়তে পারেন