২৪ ঘণ্টায় চার ডেঙ্গু রোগী শনাক্ত

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০ জন রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থেকে ৩৬৮ জন সুস্থ হয়েছেন।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছর ডেঙ্গুতে ১৭৯ জন মারা যান।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর উক্ত মৃত্যুটির পর্যালোচনা সমাপ্ত করে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন