সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

অবিলম্বে সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবিতে মোংলায় পর্যটন ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় মোংলা ও পশুর নদীর পাড়ে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা এ মানববন্ধন অংশ নিয়ে সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, দেশের অন্যান্য স্থানে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। করোনার অজুহাতে গত প্রায় ৬ মাস ধরে সুন্দরনের অভ্যন্তরে সব পর্যটন কেন্দ্র ও এর সাথে সংশ্লিষ্ট সব ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে। সরকারের ঘোষণায় বন বিভাগের স্পটগুলোতে সুন্দরবনে সব প্রকার দেশি-বিদেশি দর্শনার্থীদের আসা বন্ধ রয়েছে। এতে সুন্দরবনের পর্যটনের উপর নির্ভরশীল ট্যুরিস্ট ব্যবসায়ী ও কর্মচারীসহ প্রায় ৫ হাজার পরিবার অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করছে।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন পর্যটন ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মো. মিজানুর রহমান, এম এ কাদের, রুপম খাঁন প্রমুখ। বক্তারা অবিলম্বে সুন্দরবনের পর্যটন খুলে দেয়ার অনুমতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে সুন্দরবনের অভ্যন্তরে দেশি-বিদেশি পর্যটক প্রবেশসহ সব ধরনের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বন বিভাগ। যে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

আপনি আরও পড়তে পারেন