ইউএনওকে বুধবার কেবিনে দেয়া হতে পারে: চিকিৎসক

দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। আগের চেয়ে ওয়াহিদার অবস্থার উন্নতি হয়েছে। বুধবার তাকে কেবিনে নেয়া হতে পারে বলে চিকিৎসকরা  জানিয়েছেন।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক মঙ্গলবার সন্ধ্যায় (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘ধারাবাহিকভাবে ওয়াহিদার উন্নতি হচ্ছে। কেবিনে স্থানান্তর করা হলে পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকতে পারবেন। আশা করছি এতে অবস্থার আরও দ্রুত উন্নতি হবে। আরও কমপক্ষে সাত থেকে দশ দিন মতো তাকে হাসপাতালে থাকতে হতে পারে।’

ওয়াহিদার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমরা তার এমআরআই করানোর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। কিন্তু শারীরিক নাজুক অবস্থার কারণে সম্ভব হচ্ছিল না।অনেক সময় সিটি স্ক্যানে সুক্ষ্ম ঘটনাগুলো ধরা পড়ে না। গতকাল এমআরআই করা সম্ভব হয়েছে। খুশির খবর হলো, নতুন করে তার মস্তিষ্কে কোনো ক্ষতি হয়নি।’

উল্লেখ্য, গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলা চালানো হয়। হাতুড়ির মতো বস্তর আঘাতে গুরুতর জখম ওয়াহিদা এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

আপনি আরও পড়তে পারেন