সুইডেন জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন রোডস

সুইডেন জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েছেন জন্টি রোডস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে সুইডিশ ক্রিকেট ফেডারেশন।  

বিবৃতিতে সুইডিশ ক্রিকেট বোর্ড জানায়, ‘দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী জন্টি রোডসকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সুইডিশ ক্রিকেট ফেডারেশন জুনিয়র ক্রিকেট, হাই পারফরম্যান্স ও সম্প্রসারণে বিনিয়োগ করতে চায়।’

এছাড়া রোডসের দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করা হবে সুইডিশ ক্রিকেট পরিবারের সঙ্গে বলেও তারা জানায়।

এ বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে রোডস সুইডেনে যাবেন বলে জানিয়েছে তারা। স্টকহোমে থেকে সুইডিশ ক্রিকেট ফেডারেশনের হেডকোয়ার্টারে কাজ করবেন রোডস।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর রোডস জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। নতুন পরিবেশে কাজ করার জন্য আগ্রহী আমি। আমাকে সুযোগ করে দেয়ার জন্য সুইডিশ কর্তৃপক্ষকে প্রতি আমি কৃতজ্ঞ।’

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন রোডস, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল, আইপিএলে পাঞ্জাব ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কাজ করেছেন রোডস।

আপনি আরও পড়তে পারেন