কমেনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুর্ভোগ

৯ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সীমিত আকারে শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চারটি ফেরি বিকল থাকায় শনিবারও দুর্ভোগে রয়েছেন যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ১৩ দিন পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচলে সময় বেশি লাগলেও এখন মূল চ্যানেল ফেরি চলায় সময় কম লাগছে। তবে এ রুটের বড় ২টি ও ছোট ২টি ফেরি বিকল থাকায় ১৯টির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। এতে যানবাহনের তুলনা ফেরি সংকট রয়েছে।

আজও বাস, ছোট যানবাহন ও এ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। আর দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়ায় শতাধিক পরিবহনসহ ৯শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

আপনি আরও পড়তে পারেন