৩ দশকের মধ্যে বড় মন্দায় নিউজিল্যান্ড

করোনাভাইরাসের তাণ্ডবে গেল ৩৩ বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দায় পড়েছে নিউজিল্যান্ড। করোনার সংক্রমণ রোধে রকডাউন কার্যকর করায় গত এপ্রিল থেকে জুন, ২য় প্রান্তিকে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে ১২.২ শতাংশ।

এর আগে ১৯৮৭ সালে নিউজিল্যান্ড প্রথমবারের মতো বৃহৎ মন্দার কবলে পড়েছিল, যখন বৈশ্বিক আর্থিক মন্দা দেখা দিয়েছিল। তবে, দেশটির সরকার আশা করছে, খুব অল্প সময়ের মধ্যেই তারা ঘুরে দাঁড়াতে পারবে।

দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আর ৫০ লাখ মানুষকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

আগামী মাসে (অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির জাতীয় নির্বাচনে এই অর্থনৈতিক অবস্থা সরকার গঠনে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলে বলা হচ্ছে। করোনার তাণ্ডবের কারণেই জাতীয় নির্বাচনকে গত আগস্ট থেকে সরিয়ে অক্টোবরে নিয়ে আসা হয়েছে।

নিউজিল্যান্ড সরকারের মুখপাত্র পল পাসসুয়ে বলেন, দেশটির খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, আবাসন, রেস্তোরাঁ, পরিবহন খাত করোনায় অনেক বড় ধাক্কা খেয়েছে। কারণ, লকডাউন কার্যকর করায় আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় এগুলো সরাসরি ক্ষতির মুখে পড়েছে।

তবে, দেশটির অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন জানিয়েছেন, জিডিপি প্রবৃদ্ধি যতটা বাজে অবস্থানে থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল সে তুলনায় বেশ ভালো বর্তমান অবস্থা। এবং শক্তভাবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশার কথাও জানান তিনি।

ওয়েস্টপ্যাক’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদের আশঙ্কা, জুন প্রান্তিকের মতোই সেপ্টেম্বর প্রান্তিকেও বড় ধরণের অবনমন ঘটবে নিউজিল্যান্ডের জিডিপির।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, আমরা দ্রুতই ঘুরে দাঁড়াব। দেখুন,  জুন প্রান্তিকে লকডাউন কঠোরভাবে কার্যকর থাকায় সে সময়ের সঙ্গে বর্তমান সময়ের হিসাব মেলানো ঠিক হবে। আমরা ঘুরে দাঁড়াচ্ছি কি না তা দেখার বিষয়।

আপনি আরও পড়তে পারেন