করোনার ফলাফল জানা যাবে ৯০ মিনিটে

করোনায় আক্রান্ত ব্যক্তিকে ফলাফলের জন্য এখন থেকে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে না। বিশেষ কোন পরীক্ষাগার ছাড়াই মাত্র ৯০ মিনিটেই জানতে পারবেন কোভিড-১৯ এর ফলাফল।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, ’ল্যাব-অন-এ-চিপ’ বর্তমান পরীক্ষাগুলির থেকে দ্রুত ফলাফল পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ওই চিপটি করোনাভাইরাস সংক্রমণ সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

ডিভাইসটি ইতিমধ্যে আটটি এনএইচএস হাসপাতালে ভাইরাস বহনকারী রোগীদের সনাক্ত করতে ব্যবহার হচ্ছে।

তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে সঠিক ফলাফল নির্ণয়ে সমস্যা দেখা দিতে পারে।

‘নুজব্ক্স’ মেশিন নিতে ইতিমধ্যে বেশ কিছু অর্ডার করেছে ব্রিটেন।

তবে এই যন্ত্রটির একদিকে সমস্যাও রয়েছে। ওই একটি মেশিন দিয়ে দিনে মাত্র ১৬টি পরীক্ষা করা সম্ভব।

আপনি আরও পড়তে পারেন