পানির দামে মোবাইল ফোন দেবে জিও

ভারতের বাজার দখলে নিচ্ছে রিলায়েন্স জিও ফোন। একের পর এক নজরকাড়া অফারে দেশটির বাজার দখলের যুদ্ধে বাজিমাত করেছে মুকেশ আম্বানির এই সংস্থা। শিগগিরই ভারতে বাজারে পানির দামে ১০ কোটি ফোন আনা কথা জানিয়েছে জিও।

জানা গেছে, গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত জিও’র এই ফোনগুলোতে ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ৫জি গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি অ্যানড্রয়েড ফোন ভারতের বাজারে ছাড়তে চাইছে সংস্থা।

তবে এসব ফোনের দাম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি রিলায়েন্স জিও। ধারণ করা হচ্ছে, ‘পকেট-ফ্রেন্ডলি’ স্মার্টফোনের চেয়েও জিও’র ফোনের দাম হয়তো কমই হবে। তবে দাম কম বলে ফোনের গুণমানের সঙ্গে কোনোভাবেই আপস করতে চায় না এই সংস্থা। সে জন্য বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন