পেঁয়াজ রফতানি বন্ধে দিশেহারা ভারতের কৃষক

পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার পর ভারতে প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। দেশটিতে মাত্র পাঁচদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪০ রূপিতে বিক্রি হলেও, এখন দর ১৭ থেকে ১৮ রূপি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকের কণ্ঠে হতাশার সুর।

‌’পেঁয়াজ চাষিদের জন্য মুনাফা করার এটাই সবচেয়ে ভালো সময়। কিন্তু রফতানি বন্ধ করায় উল্টো ক্ষতির মুখে আমরা। কয়েকদিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে।’

অন্যদিকে দেশটির ব্যসায়ীদের আশঙ্কা, ঘন ঘন পেঁয়াজ রফতানিতে সরকারের নিষেধাজ্ঞার কারণে হাত ছাড়া হতে বসেছে তাদের দীর্ঘদিনের বাজার।

ভারতের পেঁয়াজ ব্যবসায়ী কিরণ দোদে বলেন, এটা অবশ্যই কৃষকদের মতো ব্যবসায়ীদের জন্যও বড় ক্ষতি। আমাদের কাছে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশ, মালদ্বীপ, কলম্বোসহ অনেক দেশের বড় অর্ডার ছিল। কিন্তু এখন সব বাতিল করতে হচ্ছে। এখন এসব দেশের ক্রেতারা তুরস্ক, চীন এবং মিশর থেকে পেঁয়াজ কিনবে। যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ।

অতিবৃষ্টির কারণে কম উৎপাদন হওয়া এবং অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত।

আপনি আরও পড়তে পারেন