পাটুরিয়া-দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের জট

দীর্ঘ দিন ধরে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। শিমুলিয়া পার হতে না পেরে অতিরিক্ত খরচ ও সময় বেশি লাগায় হাজারো ব্যবসায়ী ও শ্রমিকরা পড়েছে বিপাকে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর ভিআইপি, জরুরী যানবাহন, এ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। দিনের পর দিন শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত দেড়শত কিলোমিটার পথ ঘুরে পাটুরিয়া এসে দীর্ঘ যানজটে দীর্ঘ সময় লাগছে যানবাহনগুলোকে।

এতে খরচ দ্বিগুণ বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে আর ঘাট সংকটে ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ী ও শ্রমিকরা।

আপনি আরও পড়তে পারেন