যেখানে রাত সেখানেই কাত তারা!

সারাদিন হাড়ভাঙা খাটুনির পরও মাথার ওপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষেরই। প্লাস্টিকের বোতল বা পরনের কাপড় হয়ে যায় বালিশ আর রিকশা কিংবা ভ্যানের শক্ত কাঠামো বিছানা। এভাবেই রাতের কাছে চেয়ে নেন ঘুম।

রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়। তবে ক্লান্তিতে ভেঙে পরা শরীর এলিয়ে দেয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা।

ঘর ফেলে এসেছেন অন্য কোথাও। ঢাকার রাজপথ বুকে টেনে নিয়েছে তাদের। যেখানে রাত সেখানেই জিরিয়ে নেয়া।

রিকশা কিংবা ভ্যান গাড়িটাকে সম্বল করে এভাবেই তারা কাটান দিনের পর দিন।

এক পরিসংখ্যান বলছে, এ ধরনের ভাসমান মানুষের সংখ্যা শুধু ঢাকাতেই ২৫ থেকে ৩০ হাজার।

আপনি আরও পড়তে পারেন