করোনায় জার্মানিতে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

এই প্রথম জার্মানিতে বসবাসরত কোন এক প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী হানাউ শহরে বসবাসরত প্রবাসী শাহীন সিকদার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জার্মানির স্থানীয় সময় দুপুর ৩.১০ মিনিটে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।

গত বেশকিছুদিন আগে শাহীন সিকদার তার স্ত্রী ও দুই কন্যা করোনায় আক্রান্ত হন, শাহীন ছাড়া বাকীরা সুস্থ হলেও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত মরণঘাতী করোনার কাছেই হার মানতে হলো।

বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহন করে শাহীন সিকদার। পারিবারিক সূত্রে জানা যায় ১৯৯২ সালেই তিনি ভাগ্যান্নষনে তিনি জার্মানিতে আসেন।

তার মৃত্যুতে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহ প্রবাসী বাংলাদেশীরা গভীরভাবে শোকাহত। তার ঘনিষ্টজন ব্যবসায়ী কামাল ভুঁইয়া বন্ধু কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, শাহীন খুবই সজ্জন ও অমায়িক মানুষ ছিলেন। প্রবাসী দেখলেই কাছে এসে কথা বলতেন

আপনি আরও পড়তে পারেন