ঋণের রেকর্ড যুক্তরাজ্যের

করোনা মহামারির কারণে জনগণের আর্থিক ক্ষতি মোকাবিলায় গেল আগস্ট মাসে ৩৫.৯ বিলিয়ন পাউন্ড ধার (ঋণ) করেছে যুক্তরাজ্য। বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৮৪১ বিলিয়ন টাকা।

দেশটির পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের চেয়ে এই ঋণের পরিমাণ ৩০ বিলিয়ন পাউন্ড বেশি। ১৯৯৩ সালের আগস্টের পর একক কোনো মাসে চলতি বছরের আগস্টে সর্বোচ্চ ঋণের রেকর্ড করল দেশটি।

গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৩.৭ বিলিয়ন পাউন্ড। টানা ৫ মাস ধরে এত পরিমাণ ঋণ করাও দেশটির জন্য একটি রেকর্ড।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর বলছে, আগস্টেই যুক্তরাজ্যের মোট ঋণের পরিমাণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। আগস্টে যুক্তরাজ্যের ঋণের পরিমাণ দাঁড়ায় ২.০২৪ ট্রিলিয়ন পাউন্ডে যা গত বছরের এই সময়ে চেয়ে ২৪৯.৫ বিলিয়ন পাউন্ড বেশি। এসব পরিসংখ্যান দেখাচ্ছে, ১৯৬০ সালের পর যুক্তরাজ্য এত বড় ঋণের কবলে পড়েছ

 

 

 

আপনি আরও পড়তে পারেন