ধোনির চেন্নাইকে হারিয়ে শীর্ষে দিল্লি

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সহজ জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে একতরফা ম্যাচে চেন্নাইকে ৪৪ রানে হারিয়েছে দিল্লি। চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই পূর্ণ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছে দলটি। অন্যদিকে তিন ম্যাচে টানা দ্বিতীয় হার মহেন্দ্র সিং ধোনির দলের।

 

১৭৬ রান তাড়া করতে নেমে  শুরু থেকেই দিল্লির বোলারদের তোপের মুখে পড়ে চেন্নাই। অর্ধশত রান পূর্ণ হওয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় চেন্নাই। একপ্রান্ত আগলে ফাফ ডু প্লেসিস লড়ে গেছেন একাই। এই প্রোটিয়া ব্যাটসম্যান করেন ৩৫ বলে ৪৩ রান। তবে শেষদিকে রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি অধিনায়ক ধোনি, রবীন্দ্র জাদেজারা। ধোনি ১২ বলে ১৫ রান করে আউট হন। জাদেজা করেন ৯ বলে ১২। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

দিল্লির হয়ে রাবাদা নেন ৩টি উইকেট। এছাড়া নর্টজে নিয়েছেন ২টি উইকেট।

এর আগে পৃথ্বী শ’য়ের ব্যাটে ভর হরে ৩ উইকেটে ১৭৫ রানের লড়াকু পুঁজি পায় দিল্লি। পৃথ্বী ৪৩ বলে খেলেন ৬৪ রানের ঝড়ো ইনিংস। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ২৭ বলে ৩৫। রিশাভ পান্থের ব্যাট থেকে আসে আসে ২৫ বলে ৩৭ রান। অধিনায়ক শ্রেয়াস আয়ার ২২ বলে করেন ২৬। ম্যান অব দ্য ম্যাচ হন পৃথ্বী শ। এই জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দিল্লি।

আপনি আরও পড়তে পারেন