খাগড়াছড়িতে ধর্ষক নুরুল আমিন ২ দিনের রিমান্ডে

খাগড়াছড়ির বলপাইয়ে আদমে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি নুরুল আমিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাত এ আদেশ দেন। এছাড়াও আগামী ৫ দিনের মধ্যে রিমান্ড শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

এর আগে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম আফসার ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

গত বুধবার রাতে খাগড়াছড়ির বলপাইয়া গ্রামে এক বাড়িতে ডাকাতি করতে ঢোকে তারা। সেখানে এক প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার হন।

এ ঘটনায় করা মামলার পর ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এদিকে, পাহাড় ও সমতলে নারী নির্যাতন, ধর্ষণ সহিংসতার বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে “নিরাপদ থাকুক সকল মা-বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন” এই স্লোগানে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠনদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তারসহ রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপনি আরও পড়তে পারেন