সপ্তাহের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে টটেনহ্যাম

আবারো মাঠে নামতে যাচ্ছে টটেনহ্যাম। এই সপ্তাহে এটা স্পারদের তৃতীয় ম্যাচ। এবার ইউরোপা লিগে তাদের প্রতিপক্ষ ইসরাইলি ক্লাব মাকাবি হাইফা। ম্যাচটি শুরু হবে শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায়।

 

টানা ম্যাচ খেলার ক্লান্তি ভর করেছে স্পার শিবিরে। ফুটবলারদের ইনজুরি ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হোসে মরিনহোর জন্য। যদিও, কিছুই করার নেই স্পেশাল ওয়ানের। জটিল সূচি বাস্তবতা মেনে নিতে হচ্ছে সবাইকে। সপ্তহের তৃতীয় ম্যাচে নামার আগে অবশ্য আত্মবিশ্বাস তুঙ্গে আছে লিলি হোয়াইটদের। দু দিন আগেই চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনাল রাউন্ডে উঠে গেছে তারা। লিগে অবস্থা ততটা সুবিধার না হলেও, ইউরোপা লিগে আবার উড়ছে মরিনহো বাহিনী।

এ অবস্থায়, ইসরাইলি ক্লাবটির বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন পর্তুগীজ কোচ।

অন্যদিকে, টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ নিয়ে দারুণ উচ্ছ্বসিত হাইফা। ইংলিশ জায়ান্টদের রুখে দিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে চায় তারা। ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলবে তাদের পক্ষেই। সঙ্গে, বড় আসরে জ্বলে উঠার প্রত্যয় থাকলে, কপাল পুড়তে পারে স্পারদের।

আপনি আরও পড়তে পারেন