ট্রাম্প করোনা আক্রান্তের খবরে মার্কিন পুঁজিবাজারে পতন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে মার্কিন পুঁজিবাজার।  

বলা হচ্ছে, শুক্রবার লেনদেনের শুরুতেই মার্কিন পুঁজিবাজারের প্রধান সূচক ডওজন্স, দ্য এসঅ্যান্ডপি-৫০০ ও নাসডাক, এই তিনটি সূচকেরই গড়ে কমপক্ষে ১.৫ শতাংশ করে পতন হবে।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, ফের লেনদেন শুরু হলেই ৫০০ পয়েন্ট হারাবে ডওজন্স, প্রযুক্তিনির্ভর নাসডাক হারাবে ২ শতাংশ আর এসঅ্যান্ডপি-৫০০ সূচক কমবে ১.৭ শতাংশ।

আইজি গ্রুপের জ্যেষ্ঠ বাজার পলিসি নির্ধারক জিঙ্গি প্যান মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া ও নির্বাচনী কার্যক্রমে তার স্বশরীরে অনুপস্থিতি মার্কিন নির্বাচনকে আরও জটিল করে তুলবে, যার প্রভাব পড়বে দেশটির পুঁজিবাজারে।

শুক্রবার (২ অক্টোবর) এক টুইটে ট্রাম্প জানান, মিলানিয়া এবং তিনি করোনা পজিটিভ। তারা কোয়ারেন্টাইনে আছেন সেই সঙ্গে সুস্থ হয়ে ওঠার জন্যে সব ধরনের প্রক্রিয়াও শুরু করেছেন। তারা দু’জন একসঙ্গে সুস্থ হওয়ার আশার কথা জানান ওই টুইটে।

আপনি আরও পড়তে পারেন