মোটা অঙ্কের টাকায় ছুটি মিলছে ১৫-২০ দিন

অনেকের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। মোটা অঙ্কের টাকা দিয়ে অনেকের ছুটি মিলেছে মাত্র ১৫ থেকে ২০ দিন। এ অবস্থায় যে কোনো মূল্যে টিকিট ও টোকেন পেতে মরিয়া হয়ে সৌদি প্রবাসীরা ভিড় করেন বিমান কার্যালয়ে। যাদের ছুটির মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে আগে সৌদি আরব পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কফিলকে দিতে হয়েছে ১৪ হাজার রিয়াল বা প্রায় তিন লাখ টাকা পর্যন্ত। কিন্তু মেলেনি কাগজপত্র। তারপরও কফিলরা ছুটির মেয়াদ বাড়াবে সে আশায় শুক্রবার ভোর থেকে মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেন সৌদি প্রবাসীরা।

এক সৌদি প্রবাসী বলেন, ‘১৩ হাজার রিয়াল খরচ করে আমার ১৮ অক্টোবর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ছে। ১৮ অক্টোবরের মধ্যে যদি না যেতে পারি আমার এই টাকাগুলো মাইর যাবে’

শুক্রবার (২ অক্টোবর) ছুটির দিনেও সকাল ১০টার পর থেকে টিকিট ও টোকেন বিতরণ কার্যক্রম শুরু হয়। টানা কয়েক দিনের ভোগান্তি পেরিয়ে কাঙ্ক্ষিত টিকিট পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকেই।

এদিকে ১০০ টোকেনধারীর টিকিট দিয়েছে সাউদিয়া এয়ারলাইনস।

এক সৌদি প্রবাসী বলেন, ৫ দিনের মধ্যে যদি কোনো ফ্লাইট না হয় তাহলে আমার ভিসা বাতিল হয়ে যাবে।

গত সাত দিনে ৬ হাজার টোকেনধারীর মধ্যে তিন হাজার ৩০০ টিকিট সরবরাহ করেছে সাউদিয়া এয়ারলাইনস।

আপনি আরও পড়তে পারেন