৮২০ বছরের দুর্গ এখন পাঁচতারকা হোটেল

অ্যাসফোর্ড মধ্যযুগীয় ও ভিক্টোরিয়ান দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে ৮২০ বছর ধরে। কালের বিবর্তনে এটি এখন পাঁচতারকা হোটেল। ঐতিহ্যবাহী এ দুর্গ করোনার কারণে বন্ধ। 

দ্বাদশ শতাব্দীতে এংলো নরম্যান ও ডি বার্গো পরিবার এ দুর্গ নির্মাণ করে। এর প্রায় ৫১৫ বছর পরে ১৭১৫ সালে ওরানমোর ও ব্রাউন পরিবার পুরো অ্যাসফোর্ড এস্টেট প্রতিষ্ঠা করে। ঠিক তখন থেকেই পর্যটকদের কাছে আকর্ষণীয় ঐতিহাসিক এই স্থানটি।

২৬ হাজার একরের এ এস্টেটটিতে অবকাশযাপনে এসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। এখানে এসে বিয়েও করেছেন অনেক নামিদামি তারকা।

করোনার কারণে দর্শনার্থীরা দুর্গে প্রবেশ না করতে পারলেও, ক্যাসেলটির পাশ দিয়ে বয়ে যাওয়া লক করিব হ্রদে বোটে করে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করতে পারছেন ভ্রমণপিপাসুরা।

হলিউডের পর্দা কাঁপানো নায়ক জেমস বন্ড ও বিখ্যাত খেলোয়াড় ররি ম্যাকরয় বিয়ে করেছেন এই অ্যাসফোর্ড ক্যাসেলে এসে। এখানে ভ্রমণ করেছেন রোনাল্ড রিগ্যানও। বিশ্বের যে কয়টি দর্শনীয় স্থান রয়েছে অ্যাসফোর্ড ক্যাসল এর অন্যতম।

আপনি আরও পড়তে পারেন