আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণে কিশোরী-তরুণীরা

সব ধরনের হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বন্দরনগরী চট্টগ্রামে চলছে কিশোরী-তরুণীদের কারাতে এবং মার্শাল আর্টের প্রশিক্ষণ। যে কোনো পরিস্থিতিতে নিজেদের রক্ষার পাশাপাশি বিপদগ্রস্তদের উদ্ধারে ক্রমশ আত্মনির্ভরশীল হয়ে উঠছেন তারা। 

সমাজের অনিয়ম ও হয়রানি প্রতিরোধে প্রস্তুতি। ভোরের আলো তখনো ফুটেনি। তার আগেই সবাই জড়ো হয় সিআরবির শিরীষতলায়। চলে খালি হাতে নিজেকে রক্ষা করার কৌশল রপ্ত করা।

এখানে প্রশিক্ষণ নেয়া মেয়েরা বলেন, মেয়েরা কোথাও নিরাপদ না। বিপদ এড়াতে নিজেকে রক্ষার প্রস্তুতি নিজেকেই নিতে হবে।

প্রতিদিন সকাল এবং বিকেলে দু’বেলা নিয়ম করে মার্শাল আর্ট এবং কারাতে প্রশিক্ষণ। দুটি একাডেমির অধীনে অন্তত আড়াইশ কিশোরী ও তরুণী এই প্রশিক্ষণ নিচ্ছে। রয়েছে শিশুও। তারাও রুখে দিতে চায় সমাজের অনিয়ম।

গত দু’দশকের বেশি সময় ধরে কিশোর এবং তরুণদের কারাতে ও মার্শাল আট প্রশিক্ষণ দিয়ে আসছেন জাতীয় প্রশিক্ষক এ বি রনি। তবে সাম্প্রতিক সময়ে নারীদের ওপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় তিনি শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিবর্তন আনেন। এখন তার প্রশিক্ষণে অগ্রাধিকার পাচ্ছে তরুণী ও কিশোরীরা।

মার্শাল আর্ট ও কারাতে প্রশিক্ষক এ বি রনি বলেন, ‘আত্মরক্ষার জন্য এবং সমাজে স্মার্টভাবে চলাফেরার জন্য তাদের এই প্রশিক্ষণ দিচ্ছি।

শুধু নিজেদেরই নয় অন্যদের বিপদে এগিয়ে যাওয়ার প্রশিক্ষণও দেয়া হয়। সে সঙ্গে মাদক ও অনিয়ম মুক্ত নিয়মশৃঙ্খলার সাথে জীবনযাপনের প্রশিক্ষণ পায় তারা।

নগরীর পাঁচলাইশ-খুলশী এবং বন্দর এলাকার তিনটি স্থানে দুটি একাডেমির শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেয়া হয়। সম্প্রতি এই একাডেমি থেকে অন্তত ৮ জন কিশোরী আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।

আপনি আরও পড়তে পারেন