নবাবগঞ্জে শেকড় নামক এক ব্যক্তিকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানে পুর প্রার্থমিক ও উচ্চ বিদ্যালয়ের নিকটতম রাস্তায় শৈমুর রহমান শেখর নামক এক ইট বালু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গিয়াছে। শেকড় ওই এলাকার রাধাকান্ত পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গত ৪ অক্টোবর শনিবার রাত ৯ ঘটিকায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়। স্থানীয় সুত্রে আরো জানা যায় শেখর একজন ইটবালু ব্যবসায়ী। ওই এলাকায় এলজিআরডি অধিনে খানেপুর আলাল পুর মৈত্রী সেতুর কাজের দায়িত্বপ্রাপ্ত পদ্মা কনাক্ট্রাকসন ফ্রাম নামক ঠিকাদার প্রতিষ্ঠানের অধিনে কাজ চলছে।

গতমাসে খানেপুর স্কুল সংলগ্ন ব্রিজের ঢালের বালু ভরাটের কাজের দায়িত্ব পান শেকড়। শেকড় ওইদিন তার লোকজন নিয়ে রাস্তার বালু ভরাটের কাজ করছিলো। ঘটনার দিন ওই এলাকার বকাটে ও মাধক সেবনকারী মনির তার সাঙ্গপাঙ্গ নিয়ে শেকড়ের কাছে চাঁদা দাবি করে। শেকড় দু’দিনের সময় চেয়ে নেন কিন্ত মনির তা না সুনে ওইদিনই ৪ অক্টোবর শনিবার রাত আনুমানিক নয়টায় সাঙ্গপাঙ্গদের নিয়ে শেকড় উপর অতর্কিতভাবে হাতুড়ি, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাহাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গায় নিলা ফুলা জখম করে। শেকড়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাহাকে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এব্যপারে শেকড় নিজে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মনির সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে পদ্মা কনাক্ট্রাকসনের সিভিল ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন অভিযোগ করে বলেন আমরা সরকার ও জনগণের কাজ করি। আর শেকড় ছিলো আমার কাজের অগ্রগতির সহযোগী যোদ্ধা। চাঁদা বাজ দের হামলায় আহত হওয়ার ঘটনায় আমার কাজের অগ্রগতি থেমে গেলো। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন মনির গংদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হয়। এব্যপারে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন অভিযোগ পেয়েছি। অপরাধী যেই হোকনা কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন