গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে উত্তাল সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল সারাদেশ। রাজধানীসহ বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বাড়ায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন সব বয়সী মানুষ।

ধর্ষক এবং নির্যাতনকারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। স্লোগানে গর্জনে প্রতিবাদের হুংকার।

সোমবার সকাল থেকেই শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন ছাত্রজনতা। মানববন্ধন, বিক্ষোভ আর মিছিলে দুপুর ১২টার দিকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি।

নোয়াখালীর বেগমগঞ্জ নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন। সিলেটের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণসহ সাম্প্রতিক প্রত্যেকটি ঘটনার বিচারের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন শিক্ষক ডাক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় প্রতিবাদী মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন