বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে কাজ করবে ভারত

 

করোনা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসেবে ভারত কাজ করছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ভারত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারব বলে আশা করছি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুলশান ইন্ডিয়ান হাউজে মিডিয়াকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশের সঙ্গে একযোগে ভ্যাকসিন নিয়ে কাজ করার বিষয়টি আমরা নিশ্চিত করছি। ভারতে শিগগিরই ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে এখানেও ট্রায়াল করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস অপ্রত্যাশিত রোগ। এর ব্যাপকতা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে খুব শিগগিরই ভ্যাকসিন আসছে। আমরা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশ ভারত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারব বলে আশা করছি এবং এক সঙ্গে মূল্য নির্ধারণ করতে পারব।’

সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই হাইকমিশনার বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে পর্যবেক্ষণ বাড়ানো হবে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সবগুলো ইস্যু নিয়ে কাজ করব। সবার আগে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে কাজ করব।’

আপনি আরও পড়তে পারেন