ধর্ষকদের ফাঁসির দাবীতে  জগন্নাথপুরে আঞ্জুমানে আল ইসলাহ এর মানব বন্ধন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

নারী অপহরণসহ সারাদেশে ধর্ষণ ও চলমান সকল ন্যাক্কারজনক নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে  বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী অপহরণ  সহ সারাদেশে  ধর্ষণ ও চলমান ন্যাক্কারজনক নির্যাতন এর প্রতিবাদে এবং ধর্ষক এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ আনজুমানে আলইসলাহ এর উদ্যোগে আজ ১২ ই অক্টোবর রোজ সোমবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানব বন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি মাওলানা মোঃ আজমল হোসাইন জামির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোঃ নূর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বাংলাদেশ  আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ মুফতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন এমরান, মাওলানা মোঃ আবু আইয়ুব আনছারী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা হাফিজ মোঃ সমছু মিয়া সুজল, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল, বাংলাদেশ তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা পশ্চিম  শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ মুন্না,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা তালামীয এর সাধারন সম্পাদক মাওলানা মোঃ আব্দুল গণি সোহাগ, মাওলানা মোঃ বদর উদ্দিন আল আমিন, মাওলানা মোঃ নুরুল ইসলাম খাঁন শিহাব,মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা মোঃ হোসাইন আহমদ, মাওলানা মোঃ মহিউদ্দিন মিছবাহ, মাওলানা মোঃ সালেহ আহমদ, মাওলানা মোঃ আমিরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সুহেল আহমদ,মোঃ মোস্তাকিম বিল্লাহ, মোঃ মুক্তাকিন আহমেদ ও মোঃ আলী হোসেন প্রমূখ।
এ সময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। দেশজুড়ে নারী ও শিশুর ওপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নারীরা কোথাও নিরাপদ না। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মৃত্যু দণ্ডাদেশ  কার্যকর প্রদান করতে সরকারের প্রতি আহবান জানান ।

আপনি আরও পড়তে পারেন