রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি কর্মসূচি শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

এরপর সেখান থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রিজভীর চিকিৎসার সার্বিক খোঁজ-খবর রাখছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিজভীর অসুস্থতার বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান শায়রুল।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ। তিনি পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনি আরও পড়তে পারেন