দোকান মালিক সমিতির সভাপতির বহিষ্কার দাবি

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের বহিষ্কারের দাবি তুলেছেন সমিতির সদস্যরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরবর্তীতে ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মো. হেলাল উদ্দিনের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হেলাল উদ্দিন তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য কয়েকজন অনুসারীদের নিয়ে অবৈধ পন্থায় আমাদের এই সুসংগঠিত সংগঠনের সদস্য ও বিভিন্ন জেলা নেতার মাঝে কলহ-বিবাদ অব্যাহত রেখেছেন। ফলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির কার্যক্রমে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তারা বলেন, এমন সব অনৈতিক ন্যক্কারজনক আচরণ ও সংগঠনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য চূড়ান্তভাবে হুঁশিয়ারি করা হচ্ছে। যদি এ রকম আচরণ বহাল থাকে তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যকরী পরিষদ ও সদস্যরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান, সহ-সভাপতি আবুল কাশেম খান ঝন্টু, নাজমুল হাসান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন