ক্রিস গেইলের ফেরার দিনে জয় পেল পাঞ্জাব

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়ে আসরে দ্বিতীয় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান তোলে কোহলি বাহিনী। জবাবে লোকেশ রাহুল ও গেইলের দারুণ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত ও অ্যারন ফিঞ্চ স্কোর বোর্ডে যোগ করেন ৩৮ রান। তবে ব্যক্তিগত ১৮ রানে সিংয়ের শিকার হন দেবদূত। এরপর ২০ রানে অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরেন ফিঞ্চ।

তবে বিরাট কোহলি একপ্রান্ত আগলে রাখলেও, ওয়াশিংটন সুন্দর ১৩ ও শিভাব দুবে ২৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এ বি ডি ভিলিয়ার্সও টেকেননি বেশিক্ষণ। মাত্র ২ রানে শামির শিকার হন এই হার্ডহিটার। আর কোহলি ফেরেন ৪৮ রানে।

তবে শেষ দিকে মরিসের ঝড়ো ব্যাটিংয়ে ১৭১ রানের পুঁজি পায় রয়েল চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন রাহুল ও আগারওয়াল। দুজন মিলে ৭৮ রানের জুটি গড়ে তোলেন। যদিও ব্যক্তিগত ৪৫ রানে চাহালের বলে বোল্ড হন আগারওয়াল। এরপর রাহুল ও গেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিংস ইলেভেন।

আপনি আরও পড়তে পারেন