কোথাও সমস্যা নেই, এ নির্বাচন নজির হয়ে থাকবে: মনু

 

নির্বাচনের চিরাচরিত আমেজ ছাড়াই শুরু হয়েছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ভোট কক্ষে যান তিনি। ভোট দিয়ে বের হয়ে মনু বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। এ নির্বাচন একটি নজির হয়ে থাকবে।

 

ফলাফল যাই হোক, সেটা মেনে নেবেন বলে মন্তব্য করেন তিনি। তবে মনিরুল ইসলাম মনু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থীর অভিযোগগুলোর কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন তিনি।

এদিকে ভোট কেন্দ্রের সামনে টেবিল পেতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ দেয়া হচ্ছে। তবে বিএনপি প্রার্থীর পক্ষে এমন তৎপরতা নেই। সকাল ঠিক ৯টায় এই কেন্দ্রে প্রবেশ করেন ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭১ হাজার ১২৯ জন; এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

আপনি আরও পড়তে পারেন