বাড়িতে পৌঁছে দেয়ারকথাবলেগণধর্ষণ

বাড়িতে পৌঁছে দেয়ারকথাবলেগণধর্ষণ

রূপগঞ্জপ্রতিনিধিঃ আড়াইহাজারেবিধবা এক নারীকেগণধর্ষণের রেশকাটতেনাকাটতেই (১৪) বছরবয়সীমাদ্রাসার এক ছাত্রীকে ফের গণধর্ষণের অভিযোগপাওয়া গেছে। নির্যাতিতা স্থানীয়দিঘলদীএলাকায়একটিমাদ্রাসায়অষ্টম শ্রেণিরশিক্ষার্থী। তারবাবা পেশায়রিকশাচালক। অভিযুক্ত তিন ব্যক্তিকে পুলিশশুক্রবারনারায়ণগঞ্জেরআদালতেপাঠিয়েছে।

এ ঘটনায়নির্যাতিতারমাবাদীহয়েতিনজনকেআসামিকরে (১৫ অক্টোবর) রাতেএকটিমামলাকরেছেন। ব্রাহ্মন্দী সরকারিহাসপাতালের পেছনেপুকুরেরপাড়ে জঙ্গলে (১২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা স্থানীয়ব্রাহ্মন্দী ইউনিয়নেরব্রাহ্মন্দী মধ্যপাড়াএলাকার মোতালিবের ছেলেটিউবওয়েলমিস্ত্রী নজরুলইসলাম(২৫), তারবড়ভাইরিকশাচালকবাদল (৩৭) ও তাদেরফুফাতোভাই একই এলাকারআবুল হোসেনের ছেলেটিউবওয়েলমিস্ত্রী মুছা ( ২৪)। এজাহারেবাদীউল্লেখ্যকরেন, নির্যাতিতাছাত্রীদিঘলদীএলাকায়একটিমাদ্রাসায়অষ্টমশ্রেণিতেপড়াশোনাকরছে। মাদ্রাসারহোস্টেলেইসে থাকতো। হঠ্যাৎকরে হোস্টেলেরপানির ট্যাঙ্কে সমস্যাহলে সে (১২ অক্টোবর) গোসলকরতেবাড়িতেযায়। পরেআবারমাদ্রাসায়যথাসময়েফিরেওযায়। তিনিসন্ধ্যা ৭টার দিকেমাদ্রাসায়গিয়ে মেয়ের খোঁজকরলে গেটের দারোয়ানসামুছুন্নাহারজানায়, তার মেয়েমাদ্রাসায় নেই। বাড়িতেফিরেতারব্যবহারের মোবাইলটিপাওয়াযাচ্ছিলনা। পরে মোবাইলেএকাধিকবার ফোন দেয়া হয়রিংহলেও কেউ তারিসিভকরছিলনা। পরেতাকে খোঁজাখুঁজিকরেওপাওয়াযাাচ্ছিলনা। তিনিমামলায়আরওউল্লেখকরেন ১৫ অক্টোবরবিকালেস্থানীয়প্রভাকরদীএলাকাথেকে জৈনকমোবারকনামে এক ব্যক্তিফোনকরেমেয়েরঅবস্থানজানায়। পরেতাকেবাড়িতেনিয়েএসেতার সঙ্গে কথাবলেজানাযায়, প্রেমিকনজরুলইসলাম ছদ্ম নাম (সাগর) পরিচয়দিয়েতাকে এক মাসধরে প্রেমেরপ্রস্তাবদিয়েআসছিল। (১২ অক্টোবর) সন্ধ্যাসাড়ে ৭টার দিকেতাকে ফোনে ডেকে নিয়েপ্রলোভন দেখিয়েব্রাহ্মন্দী সরকারীহাসপাতালের পেছনেরবিন্দ্র বাবুরপুকুরপাড়েতার মেয়েকেপ্রথমে নজরুল ধর্ষণের চেষ্টাচালায়। পরেতারবড়ভাইবাদল ও ফুফাতোভাইমুছানজরুলকেসাশিয়েঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়েতার মেয়েকেবাড়িতে পৌঁছে দেয়ারআশ্বাস একই স্থানে জোরপূর্বকতারা দুজনইপালাক্রমে ধর্ষণকরে। মামলারবাদীআরওবলেন, সামাজিক লোকলজ্জার ভয়েআমার মেয়েবিভিন্নএলাকায়লুকিয়েছিল। আমার মেয়েরওপরনির্যাতনেরসঠিকবিচারচাই। এব্যাপারেজানতেআড়াইহাজার থানারওসিনজরুলইসলামে সাথে যোগাযোগকরাহলেতিনি ফোনরিসিভকরেননাই। তারবিরুদ্ধে ফোনরিসিভনাকরারবহুঅভিযোগরয়েছে। বিপদে পড়েবা কোনো দরকারেআড়াইহাজার থানারওসির মোবাইল নম্বর ফোনকরলেপ্রায়সময়ওসি ফোনরিসিভকরেননাবলেজানানআড়াইহাজারেরএকাধিকবাসীন্দা । তার দায়িত্ব গ্রহণের পর থেকে আড়াইহাজার ক্রমেইআইনশৃঙ্খলারঅবনতি ঘটছে। বাড়ছেধর্ষণ, হত্যা, সন্ত্রাসীকর্মকান্ড। আড়াইহাজার থানার এক পুলিশকর্মকর্তা এই প্রতিবেদককেবলেন, ধর্ষণের ঘটনায়নির্যাতিতারমায়ের পক্ষ থেকে একটিমামলাগ্রহণকরাহয়েছে। এরইমধ্যে অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতারকরাহয়েছে। প্রসঙ্গত গত ৭ অক্টোবরসন্ধ্যাসাড়ে ৭টার দিকেআড়াইহাজারের স্থানীয় নৈকাহনএলাকায় (৪০) বছরবয়সীবিধবা এক নারীকেগণধর্ষণের ঘটনায়মামলাহয়েছে। নির্যাতিতা স্থানীয়ফকিরবাড়িএলাকায়অবস্থিত ভাইভাইম্পিনিংমিলেরশ্রমিক। এ ঘটনায় (১৫ অক্টোবর) নির্যাততাবাদীহয়েছয়জনেরনামউল্লেখকরেএকটিমামলাকরেছেন। পুলিশআলীআকবর (৪৫) নামে এক অভিযুক্তকে গ্রেফতারকরেআদালতেপাঠিয়েছে। অপর অভিযুক্তরা হলো- নৈকাহনএলাকার মৃত আ: মালেকের ছেলে মোস্তফা ( ৫৫), মৃত রহমতআলীর ছেলেআনারুল ( ৪০), ডা. হোসেনমিয়ার ছেলেলিটন (৩২) খোকামিয়ার ছেলেতরিকুলইসলাম (৩৫) ও একই এলাকার লস্করআলীর ছেলেশাহীন (৩২)।

তারিখ ঃ ১৬.১০.২০ ইং
নজরুলইসলামলিখন
রূপগঞ্জ প্রতিনিধি।

আপনি আরও পড়তে পারেন