বাফুফের কোচ হলেন কেরানীগঞ্জের ওয়ালী মামুন

General Inverter AC Price in Bangladesh

কেরানীগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কোচ ওয়ালী মামুন বাফুফের তালিকাভুক্ত কোচ হিসেবে সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সার্বিক তত্ত্বাবধানে গত ২১ আগস্ট হতে বাফুফে-এএফসি ‘সি’ সার্টিফিকেট ব্যাচ-২ কোর্স অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হওয়া কোর্সের প্র্যাকটিক্যাল সেশনটি (১৫-১৯ অক্টোবর) বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি অধীনে শেষ হয়। এতে ৩৪ জন পুরুষ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

কেরানীগঞ্জের হার না মানা একজন ফুটবল যোদ্ধা ওয়ালী, তিনি শুধু একজন ফুটবল কোচই নন, তিনি কেরানীগঞ্জ এবং দেশের ফুটবলের ফেরিওয়ালাও বটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক আয়োজিত এএফসি ‘সি’ সার্টিফিকেট কোর্সের জন্য সারা দেশ থেকে বাছাইকৃত যে ৩৪ জন কোচদের মনোনীত করা হয় কেরানীগঞ্জ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা কোচ ওয়ালী মামুন তাদের অন্যতম।

সাফল্যের সাথে কোর্সটি সমাপ্ত করায় ওয়ালী মামুন এখন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাভুক্ত ফুটবল কোচ।কেরানীগঞ্জবাসীর আশা ওয়ালী মামুনের হাত ধরে কেরানীগঞ্জ তথা সারা দেশের ফুটবল এগিয়ে যবে।

আপনি আরও পড়তে পারেন