রূপগঞ্জেদাউদপুরইউনিয়নপরিষদ নির্বাচন আওয়ামীলীগপ্রার্থী নুরুলইসলামজাহাঙ্গীর মাস্টারজয়ী

রূপগঞ্জেদাউদপুরইউনিয়নপরিষদ নির্বাচন আওয়ামীলীগপ্রার্থী নুরুলইসলামজাহাঙ্গীর মাস্টারজয়ী

রূপগঞ্জেদাউদপুরইউনিয়নপরিষদ নির্বাচন
আওয়ামীলীগপ্রার্থী নুরুলইসলামজাহাঙ্গীর মাস্টারজয়ী

রূপগঞ্জপ্রতিনিধি ঃ রূপগঞ্জউপজেলার দাউদপুরইউনিয়নপরিষদ নির্বাচনেআওয়ামীলীগপ্রার্থী নুরুলইসলামজাহাঙ্গীর মাস্টার নৌকাপ্রতীকনিয়েজয়লাভকরেছেন। তারনিকটতম স্বতন্ত্র প্রার্থী শরিফআহমেদ টুটুল। ২০ অক্টোবর মঙ্গল বাররাতসাড়ে ১১টায় রূপগঞ্জউপজেলানির্বাহীকর্মকর্তাশাহনুশরাতজাহান এ তথ্য জানান। শাহনুশরাতজাহানজানান, নির্বাচনঅবাধসুষ্ট ও নিরপেক্ষহয়েছে। নির্বাচনে ৮০ শতাংশ ভোটপড়েছে। বেসরকারীভাবেআওয়ামীলীগপ্রার্থী নুরুলইসলামজাহাঙ্গীর মাস্টারজয়লাভকরেছেন।উপজেলানির্বাচনকর্মকর্তা ও রির্টানিংঅফিসারমাহবুবুররহমানজানান, কোনোপ্রকারঅপ্রীতিকরঘটনাছাড়াইসকাল ৯ টা থেকে বিকেল ৫ টাপর্যন্তশান্তিপূর্ণ ভোটগ্রহনসম্পূর্ণ হয়েছে। বেসরকারীভাবে ১০ হাজার ২৯১ ভোটেরব্যবধানে নৌকাপ্রতীকনিয়েআওয়ামীলীগপ্রার্থী জয়লঅভকরেছেন।

নুরুলইসলাম জাহাঙ্গীর মাস্টার পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। তারনিকটতমপ্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরিফআহমেদ টুটুল পেয়েছেন ৬ হাজার ৭২২ ভোট।
এছাড়াওসদেস্য পদে ১ নম্বরওর্য়াডেসফিকুররহমান, ২ নম্বরওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, ৩ নম্বরওয়ার্ডে আরিফুররহমানসাগর, ৪ নম্বরওয়ার্ডে হাছিবুররহমান, ৫ নম্বরওয়ার্ডে আরিফ হোসেন , ৬ নম্বরওয়ার্ডে জাকির হোসেন, ৭ নম্বরওয়ার্ডে আয়নাল হোসেন, ৮ নম্বরওয়ার্ডে আব্দুর রাজ্জাক সিকদার, ৯ নম্বরওয়ার্ডে আজিজুলহকমালুম ও সংরক্ষিতমহিলাসদেস্য পদে ১. ২. ৩ নম্বরওয়ার্ডে শিরিন আক্তার, ৪.৫.৬ নম্বরওয়ার্ডে মাকসুদা বেগমএবং ৭.৮.৯ নম্বরওয়ার্ডে নাছরিন আক্তার বেসরকারীভাবেনির্বাচিতহয়েছেন। নির্বাচনকেসুষ্ঠুনিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশেরপাশাপাশি ৬ জনম্যাজিস্ট্রেট ভ্রাম্যমানআদালতের দায়িত্ব পালনকরেছে। তারাহলেন, নারায়ণগঞ্জ জেলাপ্রশাসনের ( সহকারীকমিশনার) নির্বাহীম্যাজিস্ট্রেট আব্দুলমতিনখাঁন, সহকারীকমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট (আগ্নেয়াস্ত্র শাখা, ট্রেজারীশাখা) মেহেদীহাসানফারুক, সিদ্ধিরগঞ্জসার্কেলসহকারীকমিশনার (ভূমি) রেজা মো: গোলামমাসুমপ্রধান, সহকারীকমিশনার (ভূমি) ফতুল্লারাজস্ব সার্কেলমো: আজিজুররহমান, আড়াইহাজারসহকারীকমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, রূপগঞ্জউপজেলাসহকারীকমিশনারআফিফাখাঁন।
নারায়ণগঞ্জ জেলাপুলিশের অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ) টি.এম মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশসুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সিনিয়রসহকারীপুলিশসুপার ( সি- সাকেল ) মাহিনফরাজিনির্বাচনের দায়িত্ব পালনকরেছেন। এছাড়া ভোট কেন্দ্রে ৯ টি মোবাইলটিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবি , এপিবিএম দায়িত্ব পালনকরে । মাঠেছিলোর‌্যাবেরআলাদা ২ টিটিম।
উল্লেখ্য, দাউদপুরইউনিয়নেপুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৫২ জন, মহিলা ভোটার ১৪ হাজার ৮শ ৯৮ জনএবং মোট ভোটারসংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন। দাউদপুরইউনিয়ননির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী ২ জন, নয়টিওয়ার্ডে মোট ৩৭ জনইউপিসদস্য এবং ১১ জনসংরক্ষিতমহিলাসদস্য প্রার্থী প্রতিদ্বন্ধিতাকরেছেন।###
তারিখ ঃ ২১.১০.২০ ইং
নজরুলইসলামলিখন
রূপগঞ্জপ্রতিনিধি।

আপনি আরও পড়তে পারেন