যৌতুক ই কাল হল সামিয়ার জীবনে!!!!

যৌতুক ই কাল হল সামিয়ার জীবনে!!!!

যৌতুক ই কাল হল সামিয়ার জীবনে!!!!
ইমেইলে ছবি আছে
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি ঃ মিষ্টি খেতে চেয়েছিল সামিয়া। ম১⁄২লবার সকালে মিষ্টি
নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার প্র ̄Íুতি নিচ্ছিলেন তিনি। এর মধে ̈ মায়ের কাছে ফোন আসে সামিয়ার,
কান্নাজড়িত কণ্ঠে শ্বশুড়বাড়ির লোকদের মারধরের অভিযোগ করে। এর কিছু সময় পরই সামিয়ার
̄^ামী অনিক ফোন করে জানায়, ‘সামিয়া আত্মহত ̈া করেছে।’ ম১⁄২লবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ
থানার বাইরে মেয়ের লাশের পাশে দাঁড়িয়ে সামিয়ার বাবা সামিদুল হক বিলাপ করে বলছিলেন,
মেয়েটা আমার মিষ্টি খেতে চেয়েছিল।’

মাত্র চার মাস আগে মা–বাবার অমতে বাড়ি থেকে পালিয়ে
বিয়ে করেছিল পনেরো বছরের কিশোরী সামিয়া হক। চার মাস পর সেই সামিয়াই ̄^ামীর বাড়ি থেকে
বের হয়েছে লাশ হয়ে। সামিয়ার মা–বাবার অভিযোগ, যৌতুকের জন ̈ নির্যাতন করে সামিয়াকে হত ̈া
করা হয়েছে। এখন আত্মহত ̈া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ
কায়েতপাড়া পূর্বগ্রাম এলাকায় ভাড়া থাকেন সামিয়ার বাবা সামিদুল হক। সেই এলাকার ̄’ায়ী বাসিন্দা
জাহা১⁄২ীর হোসেনের ছেলে অনিককে ভালোবেসে বিয়ে করেছিল সামিয়া। ম১⁄২লবার রাতে রূপগঞ্জ
থানায় কথা হয় সামিয়ার বাবা ও মা নিলুফা বেগমের স১ে⁄২। তাঁরা জানান, ম১⁄২লবার দুপুরে তাঁদের
কাছে সামিয়ার ̄^ামী অনিক ফোন করে বলে,‘সামিয়া আত্মহত ̈া করেছে।’ খবর পেয়ে তাঁরা রূপগঞ্জ
উপজেলা ̄^া ̄’ ̈কেন্দ্রে ছুটে গিয়েছিলেন। এ সময় সেখানকার চিকিৎসক সামিয়াকে ম…ত ঘোষণা
করেন। এত আদরের মেয়ের ম…ত ̈ু হয়েছে, চিকিৎসকের এমন কথা মেনে নিতে পারেননি সামিয়ার
মা–বাবা। তাঁরা মেয়েকে নিয়ে ছুটে যান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার
চিকিৎসকও সামিয়াকে ম…ত ঘোষণা করেন। তারপর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসেন। এক মাস
আগে মেয়েকে দেখতে গেলে তাঁর কাছে বাড়ির ছাদ ঢালাইয়ের জন ̈ দুই লাখ টাকা দাবি করেন
সামিয়ার শ্বশুর। সে টাকা দিতে কিছুদিন সময় চান ইজিবাইকচালক সামিদুল।বিলাপ করছিলেন
নিলুফা বেগম। পাশে দাঁড়িয়েই মেয়ের ̄§…তিচারণা করছিলেন সামিদুল হক। তিনি জানান, বিয়ের পর
থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন সামিয়া। তাঁরাও মেয়ে ও মেয়ের জামাইকে মেনে নিয়েছিলেন। তবে
শুরু থেকেই সামিয়া ফোন করে তাঁদের কাছে কান্নাকাটি করত। পরবর্তী সময়ে তিনি জানতে
পারেন, নানান অজুহাতে মেয়েকে বকাঝকা ও মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। এরই মধে ̈ গত
এক মাস আগে মেয়েকে দেখতে গেলে তাঁর কাছে বাড়ির ছাদ ঢালাইয়ের জন ̈ দুই লাখ টাকা দাবি
করেন সামিয়ার শ্বশুর। সে টাকা দিতে কিছুদিন সময় চান ইজিবাইকচালক সামিদুল। এরপর থেকে
সামিয়ার ওপর নির্যাতনের মাত্রাও বেড়ে যায়। সামিদুল বলেন, তাঁর মেয়েকে মারধরের পর হত ̈া
করে আত্মহত ̈া বলে চালিয়ে দিতে চাইছেন শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ম১⁄২লবার রাতেই
সামিদুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত ̈া মামলা করেছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জ

জেনারেল হাসপাতালের মর্গে সামিয়ার ময়নাতদন্ত শেষ হয়েছে। জানতে চাইলে রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মারধরের
ঘটনা ঘটে থাকলে ময়নাতদন্তে সে ̧লো উঠে আসবে। সেই অনুযায়ী অভিযোগপত্র দেওয়া হবে। এ
বিষয়ে কথা বলতে অনিকের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর থেকে তারা বাড়িতে নেই বলে জানিয়েছেন ̄’ানীয় ব ̈৩িরা। ####
রূপগঞ্জ প্রতিনিধি

আপনি আরও পড়তে পারেন