রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ

দারুণ জয়ে আসরে টিকে রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪০তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে তারা হারিয়েছে ৮ উইকেটে। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫৪ রান করে রাজস্থান। জবাবে মানিষ পান্ডের ব্যাটিং তাণ্ডবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়ার্নারের দল।

টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে ভালো সূচনা এনে দেন রবিন উথাপ্পা ও বেন স্টোকস। ১৯ রানে উথাপ্পা আর স্টোকসের সংগ্রহ ৩০ রান। এবারের আসরে আরও একবার নিজেকে প্রমাণে ব্যর্থ স্টিভেন স্মিথ ফেরেন ১৯ রানে। মাঝে স্যামসনের ৩৬ আর জোফরা আর্চারের ১৬ রানের ক্যামিওতে ১৫৪ রানের পুঁজি পায় রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই ফেরেন হায়দ্রাবাদের দুই ওপেনার ওয়ার্নার-বেয়ারস্টো। চাপের মুহূর্তে এরপরই পাল্টা প্রতিরোধ গড়ে পাণ্ডিয়া-বিজয় শংকরেরে জুটি। দলকে জিতিয়ে ১৪০ রানে অপারজিত পার্টনাশিপেই মাঠ ছাড়েন তারা। বিজয় ৫২ আর মানিষ পান্ডে করেন ৮৩ রান। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ।

আপনি আরও পড়তে পারেন