শক্তির জানান দিল মধ্যপ্রচ্যের পরাশক্তি ইরান

জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির জানান দিল মধ্যপ্রচ্যের পরাশক্তি ইরান। শনিবার শেষ হওয়া মহড়ায় নিজেদের প্রযুক্তিতে তৈরি বহুল আলোচিত ‌’বভার থ্রি সেভেন্টি থ্রি’ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালায় দেশটি। ইরানের প্রায় অর্ধেক এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ক্ষীপ্র গতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে লক্ষবস্তুতে আঘাত হানতে। আকাশ প্রতিরক্ষা মহড়ায় এভাবেই প্রদর্শিত হয় ইরানের আলোচিত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র। সফল পরীক্ষা চালানো হয় ‌’বভার থ্রি সেভেন্টি থ্রি’ নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও। যেটি সংকেত দেওয়ার পর খুব নিচু দিয়ে দ্রুততম সময়ে শত্রুর মিসাইল ধ্বংস করতে পারে। গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই নাইন্টি নাইন নামের এবারের মহড়ার কোড ছিল ইয়া রাসুলুল্লাহ।

ইরানের স্বশস্ত্র বাহিনীর পাশাপাশি, মহড়ায় অংশ নেয় দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ড, আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সও।

বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়ার তত্ত্বাবধানে দেশটির প্রায় অর্ধেকের বেশি এলাকা নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে ইরানের তৈরী স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোনসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। কয়েক হাজার সেনার পাশাপাশি এতে অংশ নেয় বেশ কয়েকটি যুদ্ধবিমান।

আপনি আরও পড়তে পারেন