দোহারের মাহমুদিয়া আলীম মাদ্রাসায় অগ্নিকাণ্ড

Sony Showroom Bangladesh

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দোহার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়।
সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার টিনকাঠের হেফজখানা ঘরে আগুন জ¦লতে দেখেন প্রতিবেশি বাসিন্দারা। তারা দোহার ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, বই, জামা-কাপড়, খাদ্য দ্রব্যসহ হেফজখানা ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মাদ্রাসা অধ্যক্ষ আ ম ম আব্দুর রহমান জানান, মাদ্রাসার টিনকাঠের হেফজখানায় ৩৫-৪০জন শিক্ষার্থী থাকতো। মঙ্গলবার শিক্ষার্থীদের ১৩দিনের ছুটি দেয়া হয়েছিল। তাই মাদ্রাসায় কেউ ছিল না। হেফজখানা থেকে কিছু বের করা যায়নি। ঘরটিও পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে মাদ্রাসার ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
দোহার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন