স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া ভেড়ামারা থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ইয়াছিন মোল্লা (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের (ঝিনাইদহ ক্যাডেট কলেজের সম্মুখস্থ আবাসন প্রকল্প) বাসিন্দা মৃত ইছাহাক মোল্লার ছেলে মো. ইয়াসিন মোল্লা (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৮ম শ্রেণির ছাত্রীকে স্কুল গেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়।

পরে ছাত্রীর পরিবার মেয়েকে উদ্ধারে পুলিশসহ বিভিন্ন ব্যক্তির কাছে ধরনা দিয়েও কাজ হয়নি। এ ঘটনায় ওই ছাত্রীর মা একই বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়েকে অপহরণের অভিযোগে ভেড়ামারা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ভেড়ামারা থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলাটির চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণ দায়ে (আমৃত্যু) যাবজ্জীবন দেয়া হয়েছে।

একই সঙ্গে শিশু অপহরণ দায়ে আরো ১৪ বছরের কারাদণ্ডসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি ইয়াসিন মোল্লা পলাতক ছিলেন বলেও জানান এই সরকারি কৌঁসুলি

আপনি আরও পড়তে পারেন