প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সিনেটর পেলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তৃতীয় লিঙ্গের ডেমোক্রেটিক প্রার্থী সারাহ ম্যাকব্রাইড।

ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আসন থেকে রিপাবলিকান প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে হারিয়ে জয়লাভ করেছেন তিনি। তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তির নির্বাচিত হওয়ার ঘটনা মার্কিন ইতিহাসে এটাই প্রথম।

৩০ বছর বয়সী সারাহ জিতেছেন সিনেট ডিস্ট্রিক্টের ৮৬ শতাংশ ভোট। শুধু ডেলাওয়ারেরই নন, পুরো যুক্তরাষ্ট্রেরই তৃতীয় লিঙ্গের প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা।

জয়ের পর এক টুইটবার্তায় সারা লেখেন– ‘আমরা পেরেছি। আমরা সাধারণ নির্বাচনে জয় পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ।’

প্রথমবারের মতো প্রকাশ্যে তৃতীয় লিঙ্গ স্টেট সিনেটর হিসেবে তার অর্জন অন্যান্য তরুণ এলজিবিটিকিউ লোকদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

১৯৭৬ সাল থেকে সিনেটের এই আসনটি ধরে রেখেছিলেন ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যাকডোয়েল। এবার নিজে থেকে সরে গিয়ে সারাকে সুযোগ করে দেন হ্যারিস।

সারা নির্বাচনী প্রচারের জন্য বেশ পরিমাণ অর্থ অনুদান পেয়েছেন। অক্টোবরের গোড়ার দিকে নির্বাচনে অনুদান হিসাবে তিনি ২ লাখ ৭০ হাজার ডলারের বেশি পেয়েছেন।

আপনি আরও পড়তে পারেন