চুয়াডাঙ্গা রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট

চুয়াডাঙ্গা রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্ট

 

জীবননগরে ইসলামপুর রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন।

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা(০৬/১১/২০২০)
মাদক ছেলে খেলা করি সুস্থ সবল জীবন গড়ি এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর ইসলামপুর গ্রামের যুব সমাজের আয়োজনে রাত্রীকালীন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়েছে। ছয়টি দলের ৮ ওভারের সমন্বয়ে ১৮ দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত  হবে।
আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর পৌর কিন্ডারগার্টেন  স্কুল মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুভ উদ্ধোধন করা হয়। এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মুনিম লিংকন এর সভাপতিত্বে
 প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা  জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার  জনাব মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জীবননগর থানার অফিসার  ইনচার্জ  জনাব সাইফুল  ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মোল্লা সেলিম। উপস্থিত  ছিলেন জীবননগর থানার সেকেন্ড অফিসার  এস আই বাবুল।
প্রথম রাত্রীর টুর্নামেন্টে চারটি দল খেলায় অংশগ্রহণ  করেন  ভাই ভাই মুড়ি এন্ড সরকার ট্রের্ডাস একাদশ বনাম হান্নাস গ্লাস এন্ড ফোমঘর একাদশ, এ খেলায় ভাই ভাই মুড়ি এন্ড সরকার ট্রের্ডাস ৯ উইকেটে জয় লাভ করেন।  অপরদিকে বিউটি সাইকেল স্টোর একাদশ বনাম মুজাহিদ ফুড প্রোডাক্টস একাদশ এ খেলায় বিজয়ী হয় বিউটি  সাইকেল স্টোর একাদশ।
এ খেলায় উপস্থিত  থেকে উৎসাহ প্রদান করেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর পৌরসভার সংরক্ষিত  মহিলা কাউন্সিলর মাহফুজা খাতুন বিউটি। উপস্থিত ছিলেন  খেলা পরিচালনা কমিটির  সভাপতি সুরুজ সরকার, সাধারন সম্পাদক মামুন মোল্লা,  কোষাধ্যক্ষ  খলিলুর রহমান,  সদস্য খোকন মিয়া, আইনাল, সুমন, কামরুজ্জামান  বাবু। খেলার ধারা বিবরনীতে ছিলেন শামীম আহম্মেদ, স্কোর বোর্ড এ ছিলেন তবিবুর রহমান, পরিচালনায় ছিলেন ইলিয়াস হোসেন ও সাব্বির আহম্মেদ।

আপনি আরও পড়তে পারেন