গ্যালারিতে দর্শক ফেরানোর চ্যালেঞ্জ নিল বাফুফে

ফুটবলের মাধ্যমে লাল-সবুজের দেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রীড়া। বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে তাই উৎসবের আমেজ ক্রীড়াঙ্গনে। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে দু’দল। জয়-পরাজয় ছাপিয়ে সাত মাস পর ফুটবলে ফেরার আনন্দ খেলোয়াড়দের। রোমাঞ্চিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজের তৃপ্তির কথাও বলেন ‘আমাদের মূল লক্ষ্য মাঠে ফুটবল ফেরানো। যে কারণে নেপাল দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দুটি সরকারের নির্দেশিত পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হবে। ম্যাচের ফল কী হবে, তা নিয়ে ভাবছি না। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো ফুটবল মাঠে ফিরছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। ইচ্ছা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের। কিন্তু কভিড-১৯-এর কারণে তা আর সম্ভব হয়নি। তাই বাংলাদেশ-নেপাল দুটি ম্যাচের সিরিজে নাম দিয়েছি আমরা ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’।’

মার্চ মাস থেকে দেশে শুরু হয়েছে মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরোয়া ও আন্তর্জাতিক অনেক ইভেন্ট আয়োজনের ইচ্ছা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু করোনায় সব ভেস্তে গেছে। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি রোমন্থন করে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবলাররা শুধু বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছেন। আমরা করোনাকে হার মানিয়ে মুজিব শতবর্ষ প্রোগ্রাম করব। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়ম-কানুন মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ আয়োজন করছি। আশা করছি, সাফল্যের সঙ্গে সেটি শেষ করতে পারব।’

প্রধান কোচ জেমি ডেসহ পাঁচ বিদেশি রয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফে। বলতে গেলে পূর্ণাঙ্গ ও শক্তিশালী কোচিং স্টাফ দিয়েই জাতীয় দলের অনুশীলন করাচ্ছে বাফুফে। এখনকার সঙ্গে অতীতের অবস্থার তুলনা করে সালাউদ্দিন বলেন, ‘জাতীয় দলের অনুশীলন দেখতে কাল (শনিবার) মাঠে গিয়েছিলাম। এখন ছেলেরা যে জার্সি গায়ে অনুশীলন করে, এমন জার্সি আমরা ম্যাচের সময়ও পেতাম না। আমাদের সময় অনুশীলনের জন্য মাত্র দুটি বল থাকত। একটি দিয়ে অনুশীলন, আরেকটি দিয়ে অনুশীলন ম্যাচ খেলতাম।’এই সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়। তাই দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৫টায়। আর মাঠে ঢুকতে পারবেন আট হাজার দর্শক। গতকাল টিকিটের মূল্যও নির্ধারণ করে দিয়েছে বাফুফে। গ্যালারি ১০০ এবং ভিআইপি টিকিটের দাম ৫০০ টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন