সাভারের আশুলিয়ায় আইপিএল ভিত্তিক অনলাইন জুয়াড়ি টিম আটক

সাভারের আশুলিয়ায় আইপিএল ভিত্তিক অনলাইন জুয়াড়ি টিম আটক
Sony Showroom

 

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় আইপিএল ভিত্তিক অনলাইন জুয়ার আসর হতে ০৯ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে আশুলিয়া থানাধীন পশ্চিম বাইপাইল এলাকায় আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ০১ টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ০৯ টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯,২২০/- টাকাসহ ০৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো,
মোঃ হেলাল (৩৯) জেলাঃ- জামালপুর, মোঃ হাফিজুর রহমান (৩৫) জেলাঃ- জামালপুর, মোঃ রুবেল মিয়া (২০) জেলাঃ- সিরাজগঞ্জ, মোঃ হিরা (২৮) জেলাঃ- নেত্রকোনা, আবুল কালাম @ আজাদ (৩৫) জেলাঃ- ঢাকা, মোঃ পারভেজ (২৮) জেলাঃ- দিনাজপুর, মোঃ বাহারুল (৩০) জেলাঃ- ঢাকা, রনি মিয়া (৩২) জেলাঃ- গাইবান্ধা, মোঃ আজিজ @ সবুজ (২৬) জেলাঃ- চাঁদপুর।
র‍্যাব -৪ জানায় এদের বিরুদ্ধে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন