নওগাঁয় মুক্তিপণের পনেরো লাখ টাকা না পেয়ে এক কিশোরকে হত্যা

নওগাঁয় মুক্তিপণের পনেরো লাখ টাকা না পেয়ে এক কিশোরকে হত্যা
শাহাজাদা বেলাল
স্টাফ রিপোর্টার

নওগাঁর বদলগাছীতে অপহরণকারীরা মুক্তিপণের পনেরো লাখ টাকা না পেয়ে এক নবম শ্রেণির কিশোরকে হত্যা করেছে।

আজ বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি মাঠের একটি ডোবা থেকে কিশোরের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। পরে কিশোরের বাবা ছেলের মৃতদেহ শনাক্ত করেন।

আক্কেলপুর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই কিশোরের নাম নাজমুল হোসেন (১৪)। সে বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আলামীনের ছেলে। নাজমুল খাদাইল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের লোকজন জানান, গত শুক্রবার নিখোঁজ হলে পরদিন শনিবার সকালে নাজমুলের মুক্তিপণের জন্য অপহরণকারীরা মুঠোফোনে পরিবারের কাছে পনেরো লাখ টাকা দাবি করে। এরপর থেকেই নাজমুল নিখোঁজ ছিল।

আজ বুধবার সকালে তার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার হয়।

নাজমুলের বাবা আলামীন বলেন, শনিবার সকাল দশটা পাঁচ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে বড় ছেলে মেহেদী হাসানের মুঠোফোনে মুক্তিপণের জন্য পনেরো লাখ টাকা চাওয়া হয়। পরবর্তী ফোনের জন্য অপেক্ষা করা হচ্ছিলো। কিন্তু অপহরণকারীরা আর ফোন করেনি।

এ ঘটনায় শনিবার বদলগাছী থানায় একটি মামলা করেন আলমগীর। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৪ অপহরণকারীকে আটক করেছে

আপনি আরও পড়তে পারেন