সড়ক নয় এ যেন মৃত্যু ফাঁদ জনদূর্ভোগ চরমে

সড়ক নয় এ যেন মৃত্যু ফাঁদ জনদূর্ভোগ চরমে
নুরুল আমিন দুলাল ভূঁইয়া:- জেলা প্রতিনিধি  লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের  রায়পুর উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ড এর উত্তর দেনায়েতপুর সড়কের প্রায় ৯০ ভাগ পুরো অংশ জুড়ে যাতায়াতের অনুপযোগী।
পৌর ২নং ওয়ার্ড রায়পুর শহর  থেকে বাইন্না খালের ব্রিজ  পর্যন্ত পুরো সড়কটিই বেহাল দশা ভাঙা খোঁড়া, জরাজীর্ণ ।
উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কটি উত্তর দেনায়েতপুর, গাজীনগর,বংশাল বাসীর বাণিজ্যিক শহর রায়পুরে যাতায়াতের প্রধান মাধ্যম।
দীর্ঘদিন সংস্কার না হওয়াতে দুর্ভোগে এই জনপদের সাধারণ জনগন, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন  শ্রেনী পেশার হাজারো মানুষ।
এই সড়কটি এতোটাই যানচলাচলের অনুপযোগী যেন দেখার কেউ নেই। যে কোন সময় যান চলাচলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।  সড়কটির এতই ভয়াবহ বেহাল দশা  যে, সাম্প্রতিক সময়ে এই সড়ক দিয়ে রিক্সা,ইজি বাইক,সিএনজি পর্যন্ত  যাতায়াত করছে না।
 এতে চরম বিপাকে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের।  রাস্তার দুইপাশে বড় বড় গর্ত খানা খন্দ হয়ে যাওয়াতে সাধারণ পথচারীদের পায়ে হেটে যাতায়াত করাও দুষ্কর হয়ে পড়েছে এখন।
রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে গর্তে পড়ে অনেক পথচারি দূর্ঘটনার স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে শিক্ষার্থীগন যাতায়াতের জন্য যানবাহন না পাওয়াতে চরম দুর্ভোগে আছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ।এতো ভোগান্তি মাঝে  কেনো সংশ্লিষ্ট মহলের টনক নড়ছে  না।
এলাকাবাসির অভিযোগ জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজর দেয়ার কথা থাকলেও তাঁরা সরকারি বরাদ্ধের এলে কাজ করে দিবেন বলে জানান।
সড়কটির ব্যপারে দ্রুত ব্যবস্হা নিতে প্রশাসনের শুভ আসু পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।

আপনি আরও পড়তে পারেন