মৌলভীবাজারে করোনা ঝুঁকি প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি

মৌলভীবাজারে করোনা ঝুঁকি প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি
ইন্সট্যান্ট হট শাওয়ার ওয়াটার হিটার(Hot Shower Water Hiter )
মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারে জেলা প্রশাসন কর্তৃক আসন্ন শীতকালে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে করোনা এ প্রচারভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আরিফুল ইসলাম ও অর্ণব মালাকার এর পরিচালনায় শহরের এস আর প্লাজার সম্মুখ চত্বর, কুসুমবাগ, বেরীর পাড় প্রমুখ স্থানে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ, মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ, বিভিন্ন দোকানের ভিতর ও বাহিরে “মাস্ক নেই সেবা নেই” স্লোগান এর স্টিকার লাগানো, দোকানদারদের সতর্ককরণ, মাইকিং, প্রভৃতি  কার্যক্রম পরিচালনা করা হয়

আপনি আরও পড়তে পারেন