যুবলীগের প্রেসিডিয়ামে শেখ ফজলে ফাহিম

যুবলীগের প্রেসিডিয়ামে শেখ ফজলে ফাহিম

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআয়ের সভাপতি।

২০১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রেসিডিয়াম সদস্যের পদ ২৭টি। এরমধ্যে খালি রয়েছে দুটি। এছাড়া সংগঠনটির সভাপতি তার পদাধিকার বলে এই পর্ষদের সদস্য।

 

শনিবার বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

শেখ ফজলে ফাহিম পেশায় ব্যবসায়ী। তিনি ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ বা এফবিসিসিআই-এর সভাপতি৷ তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি।

আপনি আরও পড়তে পারেন