অভিনেতা সৌমিত্রকে দেখে গলা শুকিয়ে যেত ওমর সানির

সৌমিত্রকে দেখে গলা শুকিয়ে যেত ওমর সানির

বাংলা সিনেমার কালজয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

তাকে হারিয়ে কাঁদছেন কোটি কোটি ভক্তরা। তার স্মৃতিচারণ করছেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা।

বাংলাদেশের সিনেমার অভিনেতা ওমর সানিও সেই কাতারে সামিল। তার সৌভাগ্য হয়েছে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করার।
সেইসব কাজের মজার অভিজ্ঞতা জানালেন তিনি ফেসবুক স্ট্যাটাসে।

তিনি লেখেন, ‘সৌমিত্রদা একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। কো আর্টিস্ট হিসেবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম।

আমাকে বলতেন, ‘কিরে কি দেখছিস?’ আমি বলতাম, ‘দাদা তোমাকে দেখি, আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার। আমার জীবন সার্থক।’

সানি আরও লেখেন, ‘সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন, বললেন, ‘কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর!’ আমি লজ্জায় মাথা নত করতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতেন, ‘কিরে এত পানি খাচ্ছিস কেন? কোন প্রবলেম?’
আমি বলতাম, ‘না দাদা। তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিতেন এবং আদর করতেন।

অনেক বছরের গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না। দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা। পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা…’

আপনি আরও পড়তে পারেন